যোগাযোগঃ
সড়ক পথে-
ঢাকা থেকে বগুড়া (প্রায় ২২০ কি:মি:) বাস যোগে আসার পর বগুড়া চারমাথা বাসস্ট্যান্ড হতে নওগাঁ-বগুড়া মহাসড়ক পথে (প্রায় ২০ কিঃমিঃ) পশ্চিমে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ চত্ত্বর। চারতলা ভবনে উপজেলা মৎস্য অফিস।
বগুড়া থেকে নওগাঁ-বগুড়া মহাসড়ক পথে (প্রায় ২০কিঃমিঃ) বাস যোগে আসার পর দুপচাঁচিয়া উপজেলা পরিষদ।
নদী পথে-
নাগর নদী পথে দুপচাচিঁয়া উপজেলায় মালামাল পরিবহন করা যায়। এটি উপজেলার একমাত্র নদী।
বিঃদ্রঃ-রেল পথে বগুড়া হতে দুপচাচিঁয়া উপজেলার তালোড়া রেল ষ্টেশন নামতে হবে। সেখান থেকে ভ্যান বা অটোযোগে দুপচাঁচিয়া উপজেলা পরিষদে আসা যায়। আবার সান্তাহার থেকে রেল যোগে আসলে তালোড়া রেল ষ্টেশন নামতে হবে।
ই-মেইলঃ ufodupchanchia@fisheries.gov.bd
ufodupchanchia@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস